রংপুরে পাগলাপীরে জাতীয় ছাত্র সমাজের অফিস উদ্বোধন করলেন এমপি সাদ এরশাদ ।
নিজস্ব প্রতিবেদক
রংপুরের ২নং হরিদেবপুর পাগলাপীরে জাতীয় ছাত্র সমাজের অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন রংপুর -৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব রাগবী আল সাদ এরশাদ ।
গত সোমবার বিকালে রংপুর সদর উপজেলার পাগলাপীরে এ অফিস উদ্বোধন করা হয়।
এমপি মহোদয় বলেন, আমাদের তরুনদের লেখাপড়া ঠিক রাখতে হবে।
বড় নেতাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং জাতীয় ছাত্র সমাজ সংগঠনকে আরো বড় করতে হবে। বিভিন্ন নেতা কর্মিদের পাশে দাড়াতে হবে।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর সদর উপজেলার জাতীয় ছাত্র সমাজের যুগ্নঅাহ্বাহক আসাদ্দুজামান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি সাদ এরশাদ।
অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ছাত্র সমাজ যুগ্ন আহ্বাহক, ২নং হরিদেবপুরের জাতীয় পার্টির সদস্য সচিব, যুগ্ম আহবায়ক, এ সময় আরো ছিলেন মফিজল জর্দা,ও স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে নিয়ে পাগলাপীর ছাত্র সমাজের অফিস শুভ উদ্বোধন করেন।